ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

চলতি সপ্তাহে দুই কোম্পানির এজিএম

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৮:১৭:৪৬
চলতি সপ্তাহে দুই কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ফিড মিল

কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগামীকাল সোমবার এজিএম আহ্বান করা হয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭ পয়সায়।

ন্যাশনাল ব্যাংক

কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে ন্যাশনাল ব্যাংকের সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সায়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে