ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠালো কিশোর গ্যাং

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২০:৩৫:২৪
পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠালো কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে আসামি ধরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন—মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে গেলে পুলিশ সদস্যদের নারী-পুরুষ মিলে ঘেরাও করে। এরপর লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে