ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

কেনার চাপে দেড় ডজন কোম্পানি হল্টেড

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:৪৫:২৬
কেনার চাপে দেড় ডজন কোম্পানি হল্টেড

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ছিল।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯৫টির।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যায়। যার ফলে শেষ বেলায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।

প্রতিষ্ঠানগুলো হলো-মেট্রো স্পিনিং, ইস্টার্ন হাউজিং, এস্কয়ার নিট, বিডি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, এনার্জিপ্যাক, নিউলাইন ক্লথিং, হামিদ ফেব্রিক্স, হামি ইন্ডাষ্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আলিফ ম্যানুফেকচারিং, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, ফ্যামিলি টেক্স ও এক্সিম ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট আজ যে পরিমাণ সর্বোচ্চ দাম বৃদ্ধির পাওয়ার কথা ছিল, সে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে। এদিন প্রতিষ্ঠানগুলোর লেনদেনও বেড়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে