ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আনিসুল হকের বান্ধবীর অবৈধ সম্পদ: দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:৪৩:৫২
আনিসুল হকের বান্ধবীর অবৈধ সম্পদ: দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালত আজ, ৬ ফেব্রুয়ারি ২০২৫, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা আফতাব, যিনি তৌফিকা করিম নামেও পরিচিত, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে যে, তৌফিকা আফতাবসহ আনিসুল হক ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তদন্ত চলছে। এই তদন্তে দেখা গেছে, তৌফিকা আফতাব এবং আনিসুল হক অবৈধ তদবির বাণিজ্য, আইন মন্ত্রণালয় ও বিচারিক আদালতে নিয়োগ-বদলি এবং জামিনের মতো কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তৌফিকা আফতাব তার অবৈধ আয়ের টাকায় রাজধানীর ভাটারা এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেনস ব্যাংকে তার নামে ২৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৩৭ টাকার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া, সিটিজেনস ব্যাংকে তার ৫ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

এই সমস্ত সম্পদের মাধ্যমে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কা থেকে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখা যায়।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে