ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ছাত্র-জনতার আগুন

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০০:২৫:৩৩
এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ছাত্র-জনতার আগুন

নিজস্ব প্রতিবেদক: বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালায়। রাত ৮টার পর গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে তারা।

বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাইরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং দোতলায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা এ সময় 'শেখ হাসিনার ফাঁসি চাই', 'মুজিববাদ মুর্দাবাদ' ইত্যাদি স্লোগান দেয়।

একই দিন রাত পৌনে ১১টার দিকে, ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন খালি ছিল। বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা।

তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয় এবং পরে সুধা সদনে আগুন দেয়। বিক্ষুব্ধ জনতা জানায়, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। তারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানায়।

সোহেল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে