ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকার শাসনব্যবস্থা নিয়ে বড় সুপারিশ, ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৬:০৮:২৪
ঢাকার শাসনব্যবস্থা নিয়ে বড় সুপারিশ, ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন সংস্কার কমিশন ভারতের নয়াদিল্লির মতো একটি ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘রাজধানী মহানগর সরকার’ (Capital City Government) গঠনের সুপারিশ করেছে। কমিশনের মতে, ঢাকা মহানগরীর জনসংখ্যা এবং পরিষেবার বিস্তার বিবেচনায় একটি আলাদা প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন। এর মাধ্যমে ঢাকা শহরের কার্যক্রম আরও কার্যকর এবং সুবিধাজনকভাবে পরিচালনা সম্ভব হবে। এই প্রস্তাবে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে একত্রিত করে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠন করার কথা বলা হয়েছে।

এছাড়া, কমিশন চারটি বিভাগকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করার সুপারিশও করেছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা কমানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে মন্ত্রণালয় ২৫টি এবং অধিদপ্তর ৪৪টি করার পরিকল্পনা রয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বেলা দুইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সুপারিশগুলো একটি সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জনানো হয়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে