ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পারিবারিক দ্বন্দ্বে জড়ালেন পপি, স্বামী-সন্তান নিয়ে প্রথমবার প্রকাশ্যে

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:২১:২৪
পারিবারিক দ্বন্দ্বে জড়ালেন পপি, স্বামী-সন্তান নিয়ে প্রথমবার প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পপি, যিনি দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে আড়াল ছিলেন, সম্প্রতি স্বামী ও সন্তানের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এসেছেন। তার বিয়ে এবং সন্তান জন্মের নানা গুঞ্জন শোনা গেলেও তিনি কখনোই এ বিষয়ে মুখ খোলেননি। তবে এবার এক পারিবারিক বিরোধের সূত্র ধরে তিনি সংবাদমাধ্যমে আসেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি), পপির ছোট বোন ফিরোজা পারভীন খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে অভিযোগ তোলা হয়েছে যে, পপি তার পরিবার থেকে জমি এককভাবে দখল করতে চাচ্ছেন। অভিযোগে বলা হয়েছে যে, পপি বাধা পেলে ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। এই সমস্যায় পপির মা মরিয়ম বেগম মেরিও আতঙ্কিত রয়েছেন।

পপি পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন এবং তাদের একটি ছেলে রয়েছে, যার নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামী ও ছেলের সঙ্গে বসবাস করছেন, তবে মাঝে মাঝে ঢাকায় আসেন। ঢাকার ধানমন্ডি ১৩ নম্বর রোড তার একটি বাসাও রয়েছে।

পপির পারিবারিক বিরোধের মূল বিষয়টি খুলনার শিববাড়ি এলাকায় তার বাবার ১১ কাঠা জমি। অভিযোগ রয়েছে যে, পপি তার নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন এবং বাকি ৬ কাঠা জমির মালিকানা চেয়ে মা, ভাই ও বোনদের উপর চাপ সৃষ্টি করছেন। আরও জানা গেছে যে, পপির মা যে বাড়িতে থাকেন, তার বিদ্যুতের লাইনও তিনি নিজের নামে করিয়ে নিয়েছেন।

এদিকে, সম্প্রতি পপির কিছু ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তাকে স্বামী ও সন্তানের সঙ্গে কেক কাটতে দেখা গেছে। ছবিটি সম্ভবত তাদের সন্তানের আয়াতের জন্মদিনের ছবি।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। যদিও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানী। এটি সেই সময় ৭ কোটি টাকা ব্যবসা করে, যা ছিল মাইলফলক। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন পপি, এবং বাংলা চলচ্চিত্রে নিজের নাম সুপরিচিত করেছেন।

এভাবে পপি তার পারিবারিক জীবনে ও ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মুহূর্তে আলোচনায় এসেছেন।

কেএইচ

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে