ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জানা গেলো পলাতক সাবেক চার এমপি-মন্ত্রীর অবস্থান

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১০:৫৪:১১
জানা গেলো পলাতক সাবেক চার এমপি-মন্ত্রীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক আওয়ামী লীগ সরকারের চার এমপি-মন্ত্রী সম্প্রতি লন্ডনে প্রকাশ্যে দেখা গেছেন। তারা হলেন— সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।

২ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত কর্মী সভায় যোগ দেন এই চার নেতা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়, যেখানে লন্ডনে সাবেক এমপি-মন্ত্রীদের উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি সমর্থন জানিয়ে বক্তব্য রাখা হয়।

অনুষ্ঠান শেষে, সাবেক নেতারা পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে