ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিচারপতি মানিকের মৃত্যু সংবাদ ভাইরাল, শুনেছেন নিজেও!

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১২:১৭:৩৩
বিচারপতি মানিকের মৃত্যু সংবাদ ভাইরাল, শুনেছেন নিজেও!

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন- এমন একটি সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই সংবাদ তিনি নিজেও কারাগারে বসে শুনেছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এ কথা উল্লেখ করেন।

এদিন সকাল সাড়ে ৯ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের সামনে তাকে হাজির করা হয়। পরে বাড্ডা থানায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুনানি শেষে, সকাল সোয়া ১০টায় তাকে আদালত থেকে বের করা হয়। বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, “হ্যাঁ, আমি মারা যাওয়ার কথা শুনেছি।”

গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সময় অটোরিকশাচালক হাফিজুল শিকদার গুলিতে নিহত হন। ঘটনার দিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তার মৃত্যু ঘটে।

এর পরদিন ২১ আগস্ট তার পরিবার রাজধানীর বাড্ডা থানায় হত্যার মামলা দায়ের করা হয়। সেই মামলার তিনি একজন আসামী।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে