ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:৩১:৩৩
মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমে দুই ধরনের তথ্য উঠে আসে। এর আগে, গত ৯ জানুয়ারি, সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে তখন ভাতার পরিমাণ সম্পর্কে কোনো তথ্য দেননি।

পরে, ২৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে তার কোনো ধারণা নেই এবং কোনো সিদ্ধান্তও গ্রহণ করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, মহার্ঘ ভাতার বিষয়ে কোনো ঘোষণা হয়নি।

এবার, বিষয়টি নিয়ে নতুন তথ্য দিয়েছেন মোখলেস উর রহমান। তিনি জানিয়েছেন, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা সরকার হিসেবে গ্রহণ করা হবে। এ বিষয়ে সবাইকে অপেক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে হবে।”

এছাড়া, তিনি আরও জানিয়েছেন যে, জনপ্রশাসন সংস্কার কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী—এই চারটি বিভাগের জন্য প্রদেশ করার সুপারিশ করেছে। তিনি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি, সংস্কার কমিশন তাদের ১৮২ পৃষ্ঠার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে, যেখানে জনবান্ধব জনপ্রশাসন তৈরির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে