ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২১:০৮:০৭
খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এই তথ্য জানান।

তিনি বলেন, পাকিস্তান দূতাবাস থেকে রোববার (০২ ফেব্রুয়ারি) বিকালে চিঠিটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে, ৩১ জানুয়ারি তারিখে শেহবাজ শরীফ খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে শেহবাজ শরীফ লেখেন, "আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।"

চিঠিতে শেহবাজ বলেন, পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে।

খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে