ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৬:১৭:১৪
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।

কোম্পানিটির নাম হবে ‘এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’।

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার অনুমোদন দিয়েছে।

গত ৩০ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামের সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

আলোচ্য এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন সহযোগি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে