ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ওমরাহ ভিসায় সৌদি আরবে ভিক্ষাবৃত্তি, ১০ জন ফেরত

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১১:৩১:১৪
ওমরাহ ভিসায় সৌদি আরবে ভিক্ষাবৃত্তি, ১০ জন ফেরত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে ১০ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন রোববার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে বলেছে, ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত হওয়ায় দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন।

প্রতেবেদনে বলা হয়, সৌদি আরব গত এক বছরের বেশ কয়েকবার ইসলামাবাদের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা করেছে। ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেন, যারা হজ বা ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, করাচি বিমানবন্দরে পরিচালিত একটি বিশেষ অভিযানে সৌদি আরব থেকে ফেরত আসা ১০ জনকে আটক করা হয়েছে, যারা সেখানে ওমরাহ পালনের আড়ালে ভিক্ষা করছিলেন।

এফআইএ জানিয়েছে, বিমানবন্দরগুলোতে ইমিগ্রেশন কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিদেশগামী যাত্রীদের কড়া তল্লাশি করা হচ্ছে। যারা ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদিতে পাকিস্তানের প্রবাসী কমিউনিটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যেখানে প্রায় ২৫ লাখ পাকিস্তানি বসবাস করেন। এই অভিবাসীরা পাকিস্তানের বৈদেশিক রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎস।

ফাইয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে