ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রমজানের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২১:২৬:২১
রমজানের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মার্চ রমজানের প্রথম দিনে ঢাকায় সেহরির সময় হবে ভোর ৫টা ৪ মিনিট, আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ২ মিনিট।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের জন্যও সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে দূরত্বের ভিত্তিতে সেহরি ও ইফতারের সময় ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

চাঁদ দেখার উপর নির্ভর করে এবার রমজান মাস শুরু হতে পারে আগামী ২ বা ৩ মার্চ থেকে। এ বিষয়ে আরও জানতে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করা যাবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে