ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপির কার্যালয়ে আগুন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৯:০০:৪২
বিএনপির কার্যালয়ে আগুন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের ৩১ জানুয়ারি দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা শাখার দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কার্যালয়ে থাকা আসবাবপত্রসহ সব মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় দিনাজপুর জেলা বিএনপির নেতারা পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার এবং দোষীদের গ্রেফতার করার জন্য আল্টিমেটাম দিয়েছেন।

বিএনপি নেতারা দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটে থাকতে পারে, এবং এর সঠিক কারণ বের করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেতারা, এর মধ্যে কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মুন্নাফ মুকুলসহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আওতায় রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশের প্রতি দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে