ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আরাকান আর্মির বন্দিদশা থেকে মুক্তি, ফিরে এল বাংলাদেশি কার্গো

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৮:৪০:৫০
আরাকান আর্মির বন্দিদশা থেকে মুক্তি, ফিরে এল বাংলাদেশি কার্গো

নিজস্ব প্রতিবেদক : আরাকান আর্মির হাতে আটক থাকা বাংলাদেশি কার্গো জাহাজটি ১৭ দিন পর টেকনাফ বন্দরে ফিরে এসেছে। ইয়াঙ্গুন থেকে টেকনাফে পণ্য পরিবহনের সময় নাফ নদী থেকে গত ১৬ জানুয়ারি আরাকান আর্মি জাহাজটি আটক করেছিল। ১৮ জানুয়ারি তারা দুটি কার্গো জাহাজ ছেড়ে দিলেও একটি জাহাজ তারা আটকে রাখে।

আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে মিয়ানমারের পণ্যসহ কার্গোটি টেকনাফ বন্দরে এসে নোঙর করে। এই জাহাজে অন্তত ২০ হাজার বস্তা পণ্য রয়েছে, যা দ্রুত খালাস শুরু হবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, আরাকান আর্মি এই কার্গোটি টাকা নিয়ে ছেড়ে দিয়েছে, যদিও এই ব্যাপারে ব্যবসায়ীরা কোনো মন্তব্য করতে চাননি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি নৌপথে পণ্যবাহী জাহাজ আটকে চাঁদা দাবি করায় মিয়ানমার সরকার টেকনাফ-ইয়াঙ্গুন বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রেখেছিল।

এদিকে, মিয়ানমারের অস্থিরতার কারণে এই অঞ্চলের আমদানি-রপ্তানি কমে গেছে। ২০২৩-২৪ অর্থবছরে ৭৮ হাজার টন পণ্য আমদানি হলেও ২০২৪ সালের প্রথম ৭ মাসে আমদানি হয়েছে ১২ হাজার টন পণ্য।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে