ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের আরেক নেত্রী

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৮:৩৫:৪৫
গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের আরেক নেত্রী

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশ খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি (৫৭)-কে গ্রেপ্তার করেছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লবণচরার মোল্লাপাড়া মেইন রোডের তার আবাস থেকে তাকে আটক করা হয়।

পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জেসমিন পারভীন আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

তৈমুর ইসলাম জানান, জেসমিন পারভীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহায়তায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, গোয়েন্দা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, জেসমিন পারভীন জলি মারামারি ও গোলাগুলি মামলায় সন্দেহভাজন আসামি বলে বিবেচিত হচ্ছেন।

তিনি জানান, বিজ্ঞ আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে যেন মামলার বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয়।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে