ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকার মেট্রোপলিটন সরকার: একত্রিত হবে উত্তর ও দক্ষিণ সিটি

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:২৭:১৭
ঢাকার মেট্রোপলিটন সরকার: একত্রিত হবে উত্তর ও দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একত্র করার সুপারিশ করেছে। তাদের মতে, ঢাকাকে একত্রিত করে একটি মেট্রোপলিটন সরকার গঠন করলে অনেক উপকার হবে। টাস্কফোর্সের প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয় গত ৩০ জানুয়ারি।

এতে বলা হয়, দিল্লির মতো ঢাকার সিটি করপোরেশন দুটি একত্রিত হলে শাসনব্যবস্থায় গতি আসবে এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা কমে যাবে। এর ফলে সম্পদের সঠিক বণ্টন এবং সমন্বিত নগর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

ঢাকার মেয়ররা বহুদিন ধরে এই প্রস্তাবটি নিয়ে আসছেন। ১৯৯৬ সালে প্রথম মেয়র মোহাম্মদ হানিফ এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, তবে তা তখন বাস্তবায়িত হয়নি। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার ঢাকাকে দুটি সিটি করপোরেশনে বিভক্ত করেছিল, তবে এবার এই দুটি সিটি একত্রিত করার আহ্বান উঠেছে।

এছাড়া প্রতিবেদনটিতে ভূমি ব্যবহার, পরিবহন অবকাঠামো এবং জনসেবাকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ নগর মহাপরিকল্পনা তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে