ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৪৪:০৪
একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মেলার সূচনা করেন। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

প্রধান উপদেষ্টা বলেন, 'একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ।'

মেলায় এবার মোট ৭০৮টি স্টল থাকবে, যার মধ্যে ৯৯টি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হবে। মেলার আয়োজনের দায়িত্বে থাকা বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মেলায় নতুন ৩৭টি প্যাভিলিয়ন বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৩৬টি প্যাভিলিয়ন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে। এছাড়া, লিটল ম্যাগাজিন কর্নারে ১৩০টি প্রতিষ্ঠান থাকবে।

বইমেলা প্রতি কর্মদিবসে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

এছাড়া, শিশু-কিশোরদের জন্য বিশেষ ‘শিশু প্রহর’ থাকবে ৮ ও ১৫ ফেব্রুয়ারি বাদে শুক্রবার এবং শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, যাতে শিল্পাচার্য, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বইমেলায় বিভিন্ন পুরস্কারেরও আয়োজন করা হচ্ছে, যেমন চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, এবং কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে