ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপির গণসমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আলোচনার ঝড়

২০২৫ ফেব্রুয়ারি ০১ ০০:০১:৪৪
বিএনপির গণসমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আলোচনার ঝড়

প্রতিবেদক: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামে এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল বাসার ফুল মিয়া তার বক্তব্য শেষ করার আগে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এর সমালোচনা চলতে থাকে।

অপরদিকে, আবুল বাসার ফুল মিয়া জানিয়েছেন যে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেননি এবং এটি তার পরিবারের জন্য একটি দুশমন স্লোগান। তিনি দাবি করেন, "আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম; বক্তব্য শেষ করার সময় কেউ পাশ থেকে ‘জয় বাংলা’ বলেছিল।"

হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, "আবুল বাসার ভাই আমাদের সিনিয়র নেতা। বক্তব্য সংক্ষেপে রাখার জন্য বলায় ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেছেন। তবে তিনি ইচ্ছাকৃতভাবে এটি বলেননি।"

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, ‘জয় বাংলা’ স্লোগান বিএনপি’র জন্য নিষিদ্ধ এবং এটি ব্যবহার করা যাবে না।

তারা অভিযোগ করেন, আবুল বাসার ফুল মিয়া ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা নিয়েছিলেন এবং তার বক্তব্য গ্রহণযোগ্য নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, "কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারে না। যদি কেউ সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে