ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিয়ে করলেন সারজিস আলম

২০২৫ জানুয়ারি ৩১ ১৯:০৭:৩৬
বিয়ে করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন।

এ তথ্যটি শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে জানান স্থানীয় সরকার ও যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে, বিয়ে সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

জানা গেছে, সারজিস আলমের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এদিকে, আসিফ মাহমুদ সজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, "নবজীবনে পদার্পণের জন্য অভিনন্দন সারজিস ভাই, বিবাহিত জীবন সুখী ও সফল হোক।"

হাসনাত আব্দুল্লাহ নিজের পোস্টে সারজিসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "অভিনন্দন সারজিস! তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসা ও সুখে ভরা হোক।"

এটি উল্লেখযোগ্য যে, গত ১১ অক্টোবর হাসনাত আব্দুল্লাহ নিজের বিয়ের খবর নিয়ে একটি নাটকীয় পোস্ট করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে