ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছন্দে ফিরেছে ‘জেড’ গ্রুপের যেসব শেয়ার

২০২৫ জানুয়ারি ২৭ ১৫:৪৯:৩৮
ছন্দে ফিরেছে ‘জেড’ গ্রুপের যেসব শেয়ার

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম মাস জানুয়ারি জুড়েই শেয়ারবাজারে ‘জেড’গ্রুপের শেয়ারের আধিপত্য দেখা গেছে। আলোচ্য মাসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির শেয়ারই ‘জেড’ ক্যাটাগরির। এরমধ্যে তিনগুণের বেশি দাম বৃদ্ধি নিয়ে শীর্ষে রয়েছে বন্ধ থাকা কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের মাঝামাঝি নাগাদ পর্যন্ত ‘জেড’ গ্রুপের শেয়ারের আধিপত্য অব্যাহত দেখা যায়। তবে বিদায়ী সপ্তাহের শেষদিকে দুর্বল গ্রুপটির শেয়ারে সেল প্রেসার দেখা যায়। যে কারণে গত ৩-৪ কর্মদিবস ‘জেড’ ক্যাটাগরির শেয়ার দাম ছিল সংশোধনের পথে।

তবে আজ ‘জেড’ ক্যাটাগরির শেয়ার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় টার্ন নিতে দেখা যায়। এদিন পতন প্রবণতার মধ্যও ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, ডেল্টা স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, প্রাইম টেক্সটাইল, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, রেনউইক যজেনশ্বর ও জুট স্পিনার্স।

কোম্পানিগুলোর মধ্যে আজ দাম বেড়েছে খুলনা প্রিন্টিংয়ের ৯.৬৮ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৬.৩৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ, অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ৪.৯৬ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৪.৬৮ শতাংশ এবং জুট স্পিনার্সের ৪.৪৯ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে