ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

২০২৩ সাল থেকে বেক্সিমকোর রপ্তানি আয়ে বড় ধস

২০২৫ জানুয়ারি ২৫ ১৭:৩৭:০০
২০২৩ সাল থেকে বেক্সিমকোর রপ্তানি আয়ে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের রপ্তানি আয় ২০২৩ সালেই বড় ধসের মুখে পড়ে। যা ২০২৪ সালেও অব্যাহত থাকে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকোর অধিকাংশ পণ্য রপ্তানি হয়ে থাকে। ২০২২ সালে বেক্সিমকো গ্রুপের রপ্তানি আয় ছিল ৬ হাজার ৭১১ কোটি টাকা, যা ২০২৪ সালের ডিসেম্বরে কমে ৩ হাজার ৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত দুই বছরে তাদের রপ্তানি আয় অর্ধেকেরও বেশি কমেছে। এর ফলে জনতা ব্যাংকের রপ্তানি আয়ও ৩৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকটির মাধ্যমে মোট ১২ হাজার ৪২৭ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যার মধ্যে বেক্সিমকোর অবদান ছিল ৬ হাজার ৭১১ কোটি টাকা। যা ব্যাংকটির মোট রপ্তানির ৫৪ শতাংশ।

তবে, ২০২৩ সালে ব্যাংকটির রপ্তানি আয় প্রায় ৩ হাজার ০০০ কোটি টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩০ কোটি টাকায়, যেখানে বেক্সিমকোর রপ্তানি ছিল ৩ হাজার ৭৪৬ কোটি টাকা।

বর্তমানে, বেক্সিমকো গ্রুপ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছে ৪০০ কোটি টাকা ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে, যা তাদের স্বল্পমেয়াদি অর্থায়ন ও পরিচালন ব্যয় মেটাতে সাহায্য করবে।

পাশাপাশি তারা টেক্সটাইল ও অ্যাপারেল কারখানাগুলো চালু রাখতে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগ চেয়েছে প্রতিষ্ঠানটি।

রাজনৈতিক পরিবর্তনের ফলে গত ১৮ ডিসেম্বর গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, যা শ্রমিকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এর ফলে কর্মীরা আন্দোলন করছেন এবং সরকার থেকে কারখানা খোলার দাবি জানাচ্ছেন।

বেক্সিমকো কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর পরিকল্পনা করছে এবং চলতি বছর তাদের নগদ উদ্বৃত্তের মাত্র ৩০ কোটি টাকা রয়েছে। তারা ২০২৫ ও ২০২৬ সালে কোম্পানির মুনাফা বৃদ্ধির পরিকল্পনা করেছে এবং এ জন্য ৮ হাজার শ্রমিক ও ৫০০ পরিচালন কর্মকর্তাকে ছাঁটাই করতে হবে বলেও উল্লেখ করেছেন।

বর্তমানে বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড পিপিই ডিভিশনের আওতায় মোট ১৫টি প্রস্তুতকারী কোম্পানি রয়েছে, যার মধ্যে তিনটি কোম্পানি এখনো চালু রয়েছে। শ্রমিক এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে বেক্সিমকো কর্তৃপক্ষ জানিয়েছেন যে শ্রমিকদের মজুরি পরিশোধে সরকার ও ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে