ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ড. ইউনূস ও তার মেয়েকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ফের ভুয়া খবর

২০২৫ জানুয়ারি ২৪ ১৫:০৩:১৭
ড. ইউনূস ও তার মেয়েকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ফের ভুয়া খবর

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে মনিকা ইউনূস নিয়ে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, ড. ইউনূস শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে ৩ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, হিলারি ক্লিনটনের সঙ্গে তার সম্পর্কের কারণে ড. ইউনূসের মেয়ে মনিকা ইউনূস বাইডেন প্রশাসনে চাকরি পেয়েছেন এবং এই সম্পর্কের মাধ্যমে ইউনূস বড় অংকের ঋণ পেয়েছিলেন। প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, ট্রাম্প প্রশাসন ড. ইউনূসের বিরুদ্ধে তদন্ত করতে পারে।

তবে, প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস এইসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে দিয়েছে। তারা বলেছে, ড. ইউনূস কখনও হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে কোন অর্থ দান করেননি, তার মেয়ে মনিকা ইউনূস বাইডেন প্রশাসনে চাকরি করেননি এবং ইউনূস কখনও ক্লিনটনের কাছ থেকে বড় অংকের ঋণ পাননি। এছাড়া, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ইউনূসের কোন ভূমিকা ছিল না।

এটি ভারতীয় গণমাধ্যমের একটি প্রোপাগান্ডা ক্যাম্পেইন হিসেবে দেখানো হচ্ছে, যা মূলত বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার পরিবারের বিরুদ্ধে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা এর আগে গুজব ছড়িয়েছিল যে, ড. ইউনূস দেশ ছেড়ে প্যারিসে চলে গেছেন। এর পাশাপাশি, কিছু গণমাধ্যম প্রধান উপদেষ্টার শারীরিক অসুস্থতার বিষয়েও ভুল তথ্য প্রচার করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে