ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

২০২৫ জানুয়ারি ১৯ ২২:২৯:২৬
সাকিবের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। আজ রোববার (১৯ জানুয়ারি) আদেশটি দেয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হলে, তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটি আমার বিষয় নয়।”

মির্জা ফখরুল দীর্ঘ দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন এবং কতদিন পর এসেছেন সেটি তিনি নিজেও মনে করতে পারেননি।

তিনি বলেছিলেন, “বহুদিন পর এসেছি। আমার ঠিক মনে নেই। ১৯৯১ সালে বোর্ড সদস্য হয়েছিলাম।”

সাকিবের জন্য গত পাঁচ মাস কিছুটা কঠিন সময় গিয়েছে। আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সংসদ সদস্য পদ বাতিল হয়। এরপর একের পর এক ঘটনা ঘটে, যার মধ্যে রয়েছে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাকিবের নাম যুক্ত হওয়া এবং সেপ্টেম্বরে শেয়ারবাজার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা।

এছাড়া, সাকিব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফির দলের বাইরে পড়েছেন। সম্প্রতি এবার চেক প্রতারণার মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

মিজান

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে