ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ১৯ ২২:২২:৩৭
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং 'জয়েন্ট ইন্টারোগেশন সেল' বা 'আয়নাঘর' পরিদর্শনের অনুরোধ জানান।

কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান, যদি তিনি আয়নাঘর পরিদর্শন করেন তবে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা নিশ্চয়তা এবং অভয় পাবেন। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার হৃদয়বিদারক উল্লেখও করা হয়, যার মধ্যে ছয় বছর বয়সী শিশু গুমের ঘটনাও অন্তর্ভুক্ত।

প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

মিজান

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে