ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

চ্যানেল আই কর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করল নিকাব বিতর্ক

২০২৫ জানুয়ারি ১৯ ১৯:১০:৪৬
চ্যানেল আই কর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করল নিকাব বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : টকশো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করা যাবে—এমন কথা বলে বিতর্কের মুখে পড়া সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

আজ রবিবার বিকেলে চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) আকা রেজা গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আজ অপরাহ্নের মধ্যে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট প্রোগামের জেনারেল ম্যানেজারের কাছে হস্তান্তর করার জন্য আপনাকে নির্দেশনা প্রদান করা হলো।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে