ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাঁচদিন পর কিছুটা প্রাণ ফিরেছে বিনিয়োগকারীদের

২০২৫ জানুয়ারি ১৯ ১৫:০৭:৫৩
পাঁচদিন পর কিছুটা প্রাণ ফিরেছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে শেষ কর্মদিবস বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারবাজার টানা পতন প্রবণতায় ছিল। ওই পাঁচ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬১ পয়েন্ট।

এরমধ্যে রোববার কমেছে ৩৮ পয়েন্ট, সোমবার ৫ পয়েন্ট, মঙ্গলবার ১ পয়েন্ট, বুধবার ৮ পয়েন্ট এবং বৃহস্পতিবার ৯ পয়েন্ট। আলোচ্য সপ্তাহের পাঁচ কর্মদিবসে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা।

টানা পাঁচ কর্মদিবস পতনের পর আজ রোববার (১৯ জানুয়ারি) উভয় শেয়ারবাজার উত্থান প্রবণতায় ফিরেছে। এদিন শেয়ারবাজারের সূচক, লেনদেন ও কোম্পানির শেয়ার দাম বেড়েছে। আজ একদিনে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১ হাজার ৪৪৫ কোটি টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৪.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৬০টির এবং পরিবর্তন হয়নি ৬৪টি প্রতিষ্ঠানের।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে