ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যা বললেন

২০২৫ জানুয়ারি ১৮ ১৩:১৭:১৭
সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যা বললেন

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে মুম্বইয়ে নিজের বাসায় এক দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হন। সাইফের গুরুতর আঘাতের পর তাকে অটোতে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আর সেই অটোচালক হলেন ভজন সিং রানা, যিনি এমন এক অভিজ্ঞতা শেয়ার করেছেন যা তিনি কখনোই ভুলবেন না।

ভজন সিং রানা জানান, সাইফের জখম হওয়া এবং রক্তে ভেসে যাওয়ার ঘটনা প্রথমে তাকে অবাক করে দেয়, কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে, তার যাত্রী ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তিনি বলেন, "আমি তো বুঝতেই পারিনি, যে রক্তমাখা ব্যক্তি আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তিনি সাইফ আলি খান।"

গোটা ঘটনা নিয়ে ভজন বলেন, "ওরা আমাকে বলেছিল— হাসপতালে নিয়ে চলো। আমি প্রশ্ন করলাম, 'হলি ফ্যামিলি যাবে নাকি লীলাবতী?' সাইফ বললেন, 'লীলাবতী'। তারপর আমি দ্রুত অটো নিয়ে সেখানে চলে গেলাম।"

অটোচালক ভজন আরও জানান, ওই সময় তিনি ছিল ভয়ানক পরিস্থিতিতে। যেহেতু তিনি জানতেন না, সাইফ আলি খান কে, তিনি কেবল ভাবছিলেন যে কোনো মারামারি বা ঝামেলায় পড়েছেন। তিনি বললেন, "আমি তো ভেবেছিলাম, হয়তো মারামারি হয়েছে বা ঝামেলায় পড়েছি। সেই চিন্তা করে আমি তাড়াতাড়ি তাদের নিয়ে হাসপাতালে চলে গিয়েছিলাম।"

একসময়, হাসপাতাল পৌঁছানোর পর সাইফ আলি খান নিজে রক্তে ভরা শরীর নিয়ে বেরিয়ে এসে বলেন, "আমি সাইফ আলি খান।" তখন ভজন সিং রানা বিষয়টি বুঝতে পারেন এবং তখনই শ্বাস রোধ হয়ে যায়। তিনি জানান, সাইফের সঙ্গে ছোট একটি বাচ্চা এবং তরুণ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি কারিনার উপস্থিতি খেয়াল করেননি।

এ বিষয়ে ভজন বলেছিলেন, "ভিড়ে কে কোথায় থাকে, আমার খেয়াল ছিল না। আমি শুধু ভাবছিলাম, যাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি সে রক্তাক্ত, আমার কী হবে?" তিনি আরও জানালেন, সাইফের পিঠে বড় ধরনের ক্ষত ছিল এবং তার শরীরের এক পাশ রক্তে ভিজে গিয়েছিল।

ভজন সিং রানা আরও জানিয়েছেন যে, তাকে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করেনি, তবে তিনি চিন্তা করছিলেন যদি ঝামেলায় পড়েন তবে তার জীবিকা তো চলে যাবে। তিনি নিজের কাজের প্রতি খুব মনোযোগী ছিলেন এবং শেষ পর্যন্ত তার দায়িত্ব পালন করেছেন।

এদিকে, সাইফ আলি খান বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তবে পুরোপুরি সেরে উঠতে কিছু সময় লাগবে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে