ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পের শপথে মোদি নেই, চমকপ্রদ অতিথি তালিকায় যারা

২০২৫ জানুয়ারি ১৮ ১১:১৮:২৬
ট্রাম্পের শপথে মোদি নেই, চমকপ্রদ অতিথি তালিকায় যারা

নিজস্ব প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে এবার একেবারে ভিন্ন পরিস্থিতি সামনে এসেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প, তবে এবার তার শপথ অনুষ্ঠানে মোদির নাম নেই। ভারত সরকার জানিয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানসহ বেশ কয়েকজন বিদেশি নেতা আমন্ত্রিত হয়েছেন। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেন এবং ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন লা পেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন অনুমান করছেন, তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথির তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইরের নাম শোনা যাচ্ছে।

এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কিছু বড় রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপস্থিতি কী ইঙ্গিত দিচ্ছে?

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে