ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাজারকে টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার

২০২৫ জানুয়ারি ১৫ ১৬:০১:৫৬
বাজারকে টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিন পতনের পর আজ বুধবার (১৫ জানুয়ারি) শেয়ারবাজারের লেনদেন বড় উত্থানের পথে অগ্রসর হয়।

এদিন ১০টা ৩৫ মিনিটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৩ পয়েন্টের বেশি লেনদেন হয়।

তারপর সেল প্রেসারের মুখে বাজার নামতে থাকে। বেলা ১১টা ১৫ মিনিটে বাজার আগেরদিনের কিছু ওপরে এসে লেনদেন হয়। এই সময়ে বাই প্রেসার কিছু দেখা গেলে বাজার আবারও সামনের দিকে যেতে থাকে। কিন্ত তা বেশি দুর যেতে পারেনি।

বেলা ২টার কিছু আগে বাজার আগেদিনের চেয়ে ১১ পয়েন্ট বেশি পতন নিয়ে লেনদেন হয়। এই সময়ে ৭টি শেয়ারের সেল প্রেসারে বাজারে বড় চাপ তৈরি হয়। তারপরও শেষ বেলায় বাজার ইতিবাচক থাকার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। কারণ ওই ৭ কোম্পানির শেয়ার বাজার টেনে নামায়।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা যায়, আজ যে ৮টি কোম্পানির কারণে বাজারে পতন হয়েছে, সেগুলো হলো-ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, রেনেটা, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ইউসিবি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার দাম কমার কারণে আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৫.০৮ পয়েন্ট। এছাড়া, খান ব্রাদার্স ৩.৭১ পয়েন্ট, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ২.৭০ পয়েন্ট, রেনেটা ২.৪২ পয়েন্ট, গ্রামীণফোন ২.১৩ পয়েন্ট, স্কয়ার ফার্মা ১.৬০ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১.২৯ পয়েন্ট এবং ইউসিবি ব্যাংক ডিএসইর সূচক কমিয়েছে ১.২৪ পয়েন্ট।

আলোচ্য ৮ কোম্পানির শেয়ার দাম কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ২০ পয়েন্ট। আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৮.৩৪ পয়েন্ট। এতে দেখা যায়, আলোচ্য ৮ কোম্পানির শেয়ার দাম যদি আজ না কমতো, তাহলে ডিএসইর সূচক বাড়তো ১২ পয়েন্টের বেশি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে