ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বললো ভারত

২০২৫ জানুয়ারি ১৩ ২২:২৪:২১
বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বললো ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে। এই পরিস্থিতিতে ভারত ১৩ জানুয়ারি, সোমবার, বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া, বাতি এবং অন্যান্য ডিভাইস স্থাপন করা হচ্ছে। তারা আরও উল্লেখ করে, এই কার্যক্রম বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের চুক্তি ও প্রটোকল অনুযায়ী পরিচালিত হচ্ছে।

গত সপ্তাহে ভারত সীমান্তের কিছু স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করলে, বিএসএফ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ উত্তেজনার পর পরই, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের কাজ স্থগিত করে। ওই সময়, ১২ জানুয়ারি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। এরপর, একদিন পরেই ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত আন্তঃসীমান্ত অপরাধ, চোরাকারবার এবং অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষায় যে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা দুই দেশের সরকারের মধ্যকার সকল প্রটোকল এবং চুক্তি মেনে চলা হচ্ছে বলে দাবি করেছে ভারত। তারা আরও নিশ্চিত করেছে যে, সীমান্ত অপরাধ দমনে সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর দুই দেশই তাদের সম্পর্কের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে এবং সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে