ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়

২০২৪ ডিসেম্বর ২৮ ১৩:০১:৩৪
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়

ক্রীড়া ডেস্ক : পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেছেন, ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়াটা অন্যায় হয়েছে। গত ২৮ অক্টোবর ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রুদ্রি।

শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

রোনাল্ডো বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় জায়গা হয়নি রোনাল্ডোর। যা নিয়ে ব্যালন ডি’অর–এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

সিআর সেভেনের মতে, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে