ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নতুন বিনিয়োগে যাচ্ছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো

২০২৪ ডিসেম্বর ২৫ ০০:২৪:১২
নতুন বিনিয়োগে যাচ্ছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটির কারখানায় উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে।

আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। এই বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে।

তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে