ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

যে কারণে সপরিবারে মামলায় ফাঁসলেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর

২০২৪ ডিসেম্বর ২৩ ১৭:২৬:৪৭
যে কারণে সপরিবারে মামলায় ফাঁসলেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর

নিজস্ব প্রতিবেদক : আয়কর নথি জব্দের পর এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় রোববার (২২ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়েছে। সোমবার সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক উপপরিচালক জানান, সম্পদ বিবরণী দাখিল না করায় সুর, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়।

তার আগে ২০২৩ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে