ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন

২০২৪ ডিসেম্বর ২৩ ০০:০৭:৩৬
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতিদের তথ্যাবলি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দেওয়া সুপারিশ পর্যালোচনা শেষে তদন্তের অনুমোদন দেন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত সম্পন্ন করে সেই রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেবে। এরপর রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

গত ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ১১ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে তাদেরকে হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্বরোধ করতে বলা হয়।

সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা জানান, বেঞ্চ না দেওয়া ১১ বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে, যা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে