ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা

২০২৪ ডিসেম্বর ২২ ১৫:৪৫:৫৩
সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত পাসপোর্ট অফিস থেকে সচিবালয়ে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন।

রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠিটি প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনার আলোকে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও, জনপ্রশাসন মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বিআরটিএ অফিসে সাংবাদিকদের ব্যক্তিগত গাড়ির ফিটনেস সেবা প্রদান করার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে