ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে কাভার্ডভ্যান নদীতে

২০২৪ ডিসেম্বর ২১ ১১:১৮:৩১
আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে কাভার্ডভ্যান নদীতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের একাংশ ভেঙে একটি কাভার্ড ভ্যান নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) হঠাৎ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের উপর থাকা একটি কাভার্ড ভ্যান নিচে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে।

গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় সেতু নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। বড় সেতু নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রিজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে