ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

২০২৪ ডিসেম্বর ২১ ১৫:১৯:০৪
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় তাকে দাফন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান তুহিন জানান, তার মেয়ে কানাডা থেকে ফিরবেন রোববার (২২ ডিসেম্বর)। মেয়ে ফিরলে দাফন করা হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ হয়ে পড়লে বিকেলে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) বেলা ১১ টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা সচিবালয়ে আজ (শনিবার) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে