জনপ্রশাসন সচিবের কাছে যেসব দাবি প্রশাসন ক্যাডারদের
নিজস্ব প্রতিবেদক : উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন এই ক্যাডারের কর্মকর্তারা।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে কর্মকর্তারা তাঁদের দাবি-দাওয়া জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন। রোববার সকাল সাড়ে ১১টার পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন।
দাবিগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণের উপসচিব পদোন্নতিযোগ্য পদ থেকে ১৯৯৮ সালে অন্যায্যভাবে বাদ দেওয়া ২৫ শতাংশ পদসমূহ পুনরায় অন্তর্ভুক্ত করে এন্ট্রি পদ থেকে শুরু করে সচিব পর্যন্ত পদসমূহ সমন্বয়ে মেধাভিত্তিক ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ প্রতিষ্ঠা।
জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক গত ১৭ / ১২ / ২০২৪ তারিখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মাননীয় কমিশন প্রধান সরকারের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য বিদ্যমান ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার বিষয়ে জনসমক্ষে বক্তব্য প্রদান করেন।
উক্ত বক্তব্যে মাঠ প্রশাসনসহ সকল স্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তাঁরা ইতিমধ্যে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
প্রকৃতপক্ষে, একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ সিভিল প্রশাসন বিনির্মাণের লক্ষ্যে এন্ট্রি পদ সহকারী কমিশনার থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলোর সমন্বয়ে, একটি মেধাভিত্তিক এবং আধুনিক প্রশাসন ব্যবস্থার উপযোগী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ প্রস্তাবের সমর্থনে যৌক্তিকতাসমূহ সংক্ষেপে নিম্নে উপস্থাপন করা হলো।
* অবিভক্ত ভারত ও পাকিস্তান আমলে কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসন ব্যবস্থায় বিভক্ত কাঠামোতে সিভিল প্রশাসনের উচ্চতর পদগুলোতে সকল সময়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস পাকিস্তান (সিএসপি), ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের (ইপিসিএস) কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করতেন। স্বাধীন বাংলাদেশে এক-কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর, পশ্চিম পাকিস্তান থেকে দেশে ফেরত আসা সিএসপি কর্মকর্তাগণ ও পূর্ব পাকিস্তানে কর্মরত ইপিসিএস কর্মকর্তাগণকে নিয়ে (সহকারী সচিব হতে সচিব পর্যন্ত ৪৮২ জন) স্বাধীন দেশের সিভিল প্রশাসনের যাত্রা শুরু হয়। উক্ত কর্মকর্তাগণ সকলেই সিভিল প্রশাসন সার্ভিসের সদস্য ছিলেন। উক্ত সিভিল প্রশাসনে অন্য সার্ভিসের কোনো পদ ছিল না। ১৯৮০ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্ডার এর মাধ্যমে প্রাক্তন সিএসপি, ইপিসিএস এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (আইএমএস) কর্মকর্তাগণকে নিয়ে বিসিএস (প্রশাসন) হিসেবে সার্ভিসের নামকরণ করা হয়। ১৯৯২ সনের এক আদেশে সচিবালয় ক্যাডার-কে বিসিএস প্রশাসন ক্যাডারে একীভূত করা হয় এবং সচিবালয় ক্যাডারের সকল পদও প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ১১ / ০২ / ১৯৯৮ তারিখে জারিকৃত নীতিমালায় ২৫% উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে অন্যায্যভাবে প্রশাসনের কর্মকর্তাগণকে বাদ দিয়ে তা অন্যান্য ক্যাডার সার্ভিসের মধ্যে আনুপাতিকভাবে বণ্টন করে কোটা পদ্ধতি চালু করে।
* প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে উক্তরূপে তাঁদের পদোন্নতিযোগ্য এক-চতুর্থাংশ পদ হতে বঞ্চিত করার পর, বিষয়টিকে সম্পূর্ণ উল্টা স্রোতে প্রবাহিত করার লক্ষ্যে প্রশাসন ক্যাডারের ৭৫% অবশিষ্ট পদকেই আদালতে চ্যালেঞ্জ করা হয়। পরিশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ সিভিল আপিল নম্বর ২৯৪-৯৮ / ২০০৩ মামলায় বিস্তারিত শুনানি করে উপসচিব পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার হতে ৭৫% থাকার বিধানকে বৈধ হিসেবে ঘোষণা করেন। প্রতিপক্ষ রিভিউ করলে সেটিও খারিজ হয়ে যায়। কেউ কেউ বলছেন যে, আদালত এ বিষয়ে পর্যবেক্ষণ প্রদান করেছেন, আদেশ নয়। এ বক্তব্য সঠিক নয়। মাননীয় আপিল বিভাগ রায়ের শেষাংশে এ বিষয়টিকে নির্দেশনা (ডিরেকশন) হিসেবে প্রদান করেছেন। সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা রয়েছে। বর্তমানে যে ক্যাডার বৈষম্যের কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি এবং গ্রহণযোগ্যতা নেই; যা উক্ত রায় পাঠ করলে সহজেই অনুধাবন করা যায়।
* উক্ত রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ ২০২৪ এর তফসিলের ৬ (১) নম্বর এন্ট্রিতে প্রশাসন ক্যাডারের পদোন্নতিযোগ্য পদ হিসেবে উপসচিব পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে (কপি সংযুক্ত)। মাঠ প্রশাসন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সুবিন্যস্ত সিভিল প্রশাসনের চেইন অব কমান্ড দুর্বল করার জন্য এর আগেও বিভিন্ন সময়ে চেষ্টা করা হয়েছে। ফলাফল রাষ্ট্রের জন্য উপকারী হয়নি। ইতিপূর্বে ২০ / ১১ / ১৯৭৯ তারিখে কোনোরূপ বিচার-বিশ্লেষণ ছাড়া দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোকে ভেঙে দিয়ে, ফিল্ড/সিভিল প্রশাসন থেকে সচিবালয়ের উপসচিব/তদূর্ধ্ব পদগুলোকে বিচ্ছিন্ন করে পৃথক সুপিরিয়র সার্ভিস পুল করা হয়। ফলশ্রুতিতে প্রশাসন-ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ১৯৮৯ সনে উক্ত ব্যবস্থা বাতিল করা হয়। বিষয়টি মাননীয় আপিল বিভাগও তাঁর রায়ে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের মতো ছোট দেশে মন্ত্রণালয়ের জন্য স্বতন্ত্র উচ্চতর পুল তৈরি করা বাস্তবসম্মত বা প্রয়োজনীয় নয়। বরং মাঠ প্রশাসনে কাজ করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা সিভিল প্রশাসনের কর্মকর্তাগণকে উপসচিব/তদূর্ধ্ব পদে পদোন্নতি প্রদান করে তাঁদের দিয়ে সচিবালয় প্রশাসন পরিচালনার বিদ্যমান ব্যবস্থাকে আরও সুসংহত করতে হবে। পেশাদারি, নিরপেক্ষতা ও জবাবদিহির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে। এটিই হবে প্রকৃত সংস্কার।
* মাননীয় আপিল বিভাগ সচিবালয় প্রশাসনের উচ্চতর পদসমূহে প্রশাসনের কর্মকর্তাগণের নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে উল্লিখিত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করেন:-
‘প্রতিটি মন্ত্রণালয়ে একজন সচিব/অতিরিক্ত সচিব থাকেন। তিনি মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টস কর্মকর্তা এবং প্রধান নির্বাহী। তাহার প্রধান কাজ মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে যথাযথ কর্মপন্থা নির্ধারণ করতঃ সিদ্ধান্ত লইতে (পলিসি ডিসিশন) সহায়তা করা। কর্মপন্থা নির্ধারণ হইলে মন্ত্রণালয়ের পক্ষ হইতে সেই সিদ্ধান্ত কার্যে পরিণত করতে তত্ত্বাবধায়ন করার দায়িত্বও সচিবের ওপর বর্তায়। এইরূপ কর্মপন্থা নির্ধারণ (পলিসি ডিসিশন) ও তাহা কার্যে পরিণত করিতে (এক্সিকিউশন) সচিবের সহিত যুগ্ম-সচিব ও উপ-সচিব সহায়ক ভূমিকা পালন করেন এবং তাহারা নির্বাহী সরকারের নির্বাহী অঙ্গ (এক্সিকিউটিভ আর্ম) হিসাবে পরিচিত। সাধারণ প্রশাসন কার্য ব্যতিরেকে মাঠ-পর্যায়ে সরকারের উপরোক্তভাবে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব থাকে বিভিন্ন পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হইতে বিভাগীয় কমিশনার পর্যন্ত সকল কর্মকর্তাগণের ওপর। প্রকৃতপক্ষে মাঠ পর্যায় প্রশাসন এবং নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায়ের সহিত উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিবগণ সেতুবন্ধের মতো কার্য করেন। এই কারণেই ব্রিটিশ আমল হইতেই সচিবালয়ের উপ-সচিব ও তদূর্ধ্ব পদে সব সময়ই প্রশাসনিক কর্মকর্তাগণ নিয়োগ ও পদোন্নতি পাইতেন। একমাত্র ব্যতিক্রম এসএসপি অর্ডারের মাধ্যমে সকল ক্যাডার হতে উপ-সচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগ/পদোন্নতি প্রদান করা হইয়াছিল যাহা ১৯৮৯ সনেই পরিত্যক্ত হইয়াছে। যেহেতু পিএসসির সুপারিশ পর্যায় হইতেই কর্মকর্তাগণ বিভিন্ন ক্যাডারে শ্রেণিভুক্ত হইয়া যায়, সেহেতু সচিবালয়ের প্রশাসনিক উপ-সচিব পদে প্রশাসনিক কর্মকর্তাগণ ব্যতিরেকে অন্য ক্যাডারের কর্মকর্তাগণের পুনরায় নিয়োগ বা পদোন্নতি প্রাপ্ত হইবার কোনো সহজাত অধিকার নেই।’ [সিভিল আপিল নম্বর ২৯৪-৯৮ / ২০০৩ ]
* বর্তমানে ক্যাডার-বৈষম্য নিরসনের দাবির আড়ালে মূলত মেধার পরিবর্তে কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ দাবির অন্তর্নিহিত সারমর্ম হচ্ছে, বিসিএস পরীক্ষায় তুলনামূলকভাবে অধিক নম্বরপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে তাঁদের পদোন্নতিযোগ্য পদ হতে আরও একবার বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে চাকরিতে প্রবেশ করা কর্মকর্তাগণকে তা প্রদান করা। সকলের প্রতি যথাযথ সম্মান রেখেই এ কথা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে, বাস্তবতা হলো: তুলনামূলকভাবে অধিক নম্বর পেয়ে যাঁরা পররাষ্ট্র/পুলিশ/কাস্টমস/কর ক্যাডার পেয়েছেন তাঁদেরকে এ বিষয়ে ততটা সোচ্চার হতে দেখা যায় না, যতটা দেখা যায় তুলনামূলকভাবে কম নম্বর পেয়ে বা কম নম্বরের পরীক্ষা দিয়ে চাকরিতে প্রবেশ করা টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারের সদস্যগণকে। প্রফেশনাল/টেকনিক্যাল সার্ভিসগুলোর স্ট্রেনথনিং অন্য সার্ভিসের পদ কেড়ে নেওয়ার মধ্যে নয়; বরং প্রত্যেকের কাজের ধরন বিবেচনা করে প্রয়োজনে উচ্চ বেতন নির্ধারণ, স্বীয় সার্ভিসে পদোন্নতির সুযোগ বৃদ্ধিকরণসহ যথাযথ ক্যারিয়ার-পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণের মাধ্যমে অধিদপ্তর/দপ্তর/সংস্থার কার্যকারিতা ও সক্ষমতা অধিকতর বৃদ্ধির বিষয় বিবেচনা করা যেতে পারে।
* বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশে বিভিন্ন ফরমেটে সিভিল প্রশাসন রয়েছে। অধিকাংশ দেশে মেধাবী ক্যারিয়ার ব্যুরোক্রেটগণ সরাসরি নিয়োগের মাধ্যমে চাকরিতে প্রবেশ করেন এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্ব স্ব সার্ভিসের সর্বোচ্চ সোপান পর্যন্ত আরোহণ করতে পারেন। কোথাও কোথাও নিয়মিত কর্মকর্তার বাইরে কতিপয় উচ্চ পদে’ ল্যাটারাল এন্ট্রি’ বা মেয়াদি রাজনৈতিক নিয়োগ পরিলক্ষিত হয়। তবে বিশ্বের কোথাও উচ্চতর সিভিল প্রশাসনে বাংলাদেশের ন্যায় বিভিন্ন টেকনিক্যাল/প্রফেশনাল সার্ভিসের জন্য আনুপাতিকভাবে কোটা সংরক্ষণ করে অন্তর্ভুক্তির ব্যবস্থা পরিলক্ষিত হয় না। সিভিল প্রশাসনের স্বাতন্ত্র্য ও গুরুত্বকে উপেক্ষা করে অন্যান্য জেনারেল/টেকনিক্যাল/প্রফেশনাল সার্ভিসের সাথে সমান্তরালে নিয়ে এসে একত্রে ক্যাডারভুক্তকরণ করার নজিরও দেখা যায় না। মূলত এই অসামঞ্জস্যপূর্ণ সংমিশ্রণ থেকেই বহু জটিলতা এবং দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। প্রশাসন ক্যাডারের সাথে তুলনা করে অবাস্তব ‘বৈষম্য’ নিরসন, ‘সমতা’র দাবি তোলার ক্ষেত্র তৈরি হয়েছে। সুতরাং সিভিল প্রশাসন সার্ভিসকে অন্যান্য টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারের সংমিশ্রণ থেকে আলাদা করে স্বতন্ত্র’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ হিসেবে প্রতিষ্ঠা করা আবশ্যক।
* এমতাবস্থায়, অন্যান্য টেকনিক্যাল/প্রফেশনাল/বিষয়ভিত্তিক ক্যাডার সার্ভিস থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারকে পৃথক করে এন্ট্রি পদ সহকারী কমিশনার/সহকারী সচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত পদসমূহ (নন-ক্যাডার পদ ব্যতীত) সমন্বয়ে একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ, যুগোপযোগী সিভিল প্রশাসন হিসেবে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ প্রতিষ্ঠা করতে হবে। অন্যায্যভাবে বাদ দেওয়া উপসচিবের ২৫ শতাশ পদসমূহ পুনরায় উক্ত সার্ভিসে অন্তর্ভুক্ত করতে হবে।
এ দিকে দুপুর পৌনে ১টায় নিজ দপ্তরে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সচিবের দপ্তরে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সঙ্গে নিজের মিনি কনফারেন্স রুমে বৈঠকে বসেছেন তিনি। সচিবের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তাঁরা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।
তারিক/
পাঠকের মতামত:
- জনপ্রশাসন সচিবের কাছে যেসব দাবি প্রশাসন ক্যাডারদের
- কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবকের পরিচয় জানা গেল
- গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো চালু করা উচিত : প্রেস সচিব
- ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- রাইট শেয়ার ইস্যুতে সংশোধনের সিদ্ধান্ত
- সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে বিআইএফসি
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
- সোমবার লেনদেনে ফিরবে ৪ কোম্পানি
- সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা
- ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ইসলামি ধারার ব্যাংকগুলোর আমানত কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকা
- লোকসানের পাল্লা আরও ভারি হচ্ছে বিনিয়োগকারীদের
- রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- রোববার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন
- স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ৩ কোম্পানি
- আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের গবেষক
- ফের ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প
- শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য সঠিক নয়
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ যানবাহন
- ৩০ কোটি ডলার পাচারে হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- বিএসসি’র এজিএমের সময় পরিবর্তন
- বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত
- অনলাইনে আবেদন করলে সাতদিনের ভেতর পুলিশ ক্লিয়ারেন্স
- প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মীর আকতার
- ক্যাটাগরি স্থানান্তর আরো এক কোম্পানির
- ব্যাংক এশিয়া পার্পেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- আজ আসছে দুই কোম্পানির ইপিএস
- ৬ মাসে দেশে ১০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে
- দেশের চিকিৎসায় রোগীদের আস্থা না থাকার ২১ কারণ
- ডিভিডেন্ড বিষয়ে সামিট পাওয়ারের কর ফাঁকি ১১১৩ কোটি টাকা
- মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল কর্তৃপক্ষ
- সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
- ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম
- সাবেক সরকারের যোগসাজশে শেয়ারবাজারে লুটতরাজ হয়েছে: ড. হেলাল
- গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
- তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি: বাসা খোঁজা শুরু
- দুই চীনা তরুণীর উদ্যোগে বদলে যাচ্ছে বাংলাদেশের ব্যাটারিচালিত রিকশা
- ২০২৫ সালের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে : নায়েবে আমীর
- ২ দিনের রিমান্ডে সাবেক সচিব ইসমাইল
- হিলিতে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- পরিবর্তন আসছে রেলের সময়সূচিতে
- গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের প্রথম ধাপের তালিকা প্রকাশ
- নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত
- দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী খুঁজতে স্কুলগুলোকে নির্দেশ
- ‘বি’ ক্যাটাগরির দুই শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা হতাশ
- শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন
- সাগরে নিম্নচাপ, চার বন্দরে সতর্কসংকেত
- শেয়ারবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার-রেগুলেটরদের দোষ আছে
- বিনিয়োগকারীদের আশা জাগাল ‘জেড’ ক্যাটাগরির দুই শেয়ার
- বিমানবন্দরে আটক বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল
- দুই-তিনদিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান
- সাপ্তাহিক দাম বৃদ্ধির নেতৃত্বে ‘এ’ ক্যাটাগরির দুই শেয়ার
- বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- সড়কের নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব জড়িত
- উভয় স্টকে লুজারে ৩ শেয়ার
- হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন
- ১৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব
- উভয় স্টকে গেইনারে ৮ শেয়ার
- যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ এড়াতে বিল পাশ
- আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে কাভার্ডভ্যান নদীতে
- আজ এক্সপ্রেসওয়ে ব্যবহারে বিশেষ ছাড়
- বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর
- আগুনে পুড়েছে বনানী বস্তি
- নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- বিনিয়োগ ঝুঁকি মুক্ত শেয়ারবাজার
- যুক্তরাষ্ট্রে এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসী বহিষ্কার
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৪ খবর
- ১৭ খাতের শেয়ারে মুনাফায় বিনিয়োগকারীরা
- তিন মাস পর দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের
- পরিবর্তন আসছে রেলের সময়সূচিতে
- নতুন ভোটার হতে লাগবে যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরির বিনিয়োগকারীদের ‘মাথায় হাত’
- ঝলক দেখালো ‘জেড’ ক্যাটাগরির চার শেয়ার
- বিনিয়োগকারীদের আশা জাগাল ‘জেড’ ক্যাটাগরির দুই শেয়ার
- ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় শেয়ারবাজারের ১০ কোম্পানি
- সঞ্চয়পত্র ও প্রবাসী বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর
- ক্যাটাগরি স্থানান্তর হলো যে কোম্পানির
- বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স
- দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আইসিবির ব্যাংক হিসাবে জমা হলো ঋণের অর্থ
- শেয়ারবাজারের বেসরকারি ৬ ব্যাংকের খেলাপি ঋণ 'উদ্বেগজনক'
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার-রেগুলেটরদের দোষ আছে
জাতীয় এর সর্বশেষ খবর
- জনপ্রশাসন সচিবের কাছে যেসব দাবি প্রশাসন ক্যাডারদের
- কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবকের পরিচয় জানা গেল
- গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো চালু করা উচিত : প্রেস সচিব
- সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড
- উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
- সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা
- বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন
- আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের গবেষক
- শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য সঠিক নয়
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ যানবাহন
- ৩০ কোটি ডলার পাচারে হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান
- অনলাইনে আবেদন করলে সাতদিনের ভেতর পুলিশ ক্লিয়ারেন্স
- দেশের চিকিৎসায় রোগীদের আস্থা না থাকার ২১ কারণ