ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল কর্তৃপক্ষ

২০২৪ ডিসেম্বর ২১ ২০:৩৯:৩৯
মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ২১ ডিসেম্বর থেকে মেট্রোরেল স্টেশনগুলো থেকে চাহিদামত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রয় করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে এই ঘোষণা প্রকাশ করে।

পোস্টে বলা হয়েছে, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জন্য সুখবর। ২১ ডিসেম্বর থেকে মেট্রোরেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রয় শুরু হয়েছে।"

এর পাশাপাশি র‍্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জের সুবিধা দেয়া হচ্ছে। এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জন্য মেট্রোরেলে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

এটি উল্লেখিত হয়েছে যে, আগের কিছু সময় মেট্রোরেলের যাত্রীদের জন্য টিকিট কার্ডের সংকটে যাতায়াত করতে সমস্যা হচ্ছিল। অনেক যাত্রী একক যাত্রার কার্ডের অভাবে স্টেশন থেকে ফিরতে বাধ্য হচ্ছিলেন।

ডিএমটিসিএল জানিয়েছে, সংস্থার কাছে বর্তমানে মাত্র ৩০ হাজার একক যাত্রার টিকিট কার্ড রয়েছে এবং এই মাসে আরও ৩০ হাজার কার্ড সরবরাহ হবে। জানুয়ারির শেষের দিকে ১ লাখ ২০ হাজার নতুন কার্ড আসতে পারে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলে দিনে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী যাতায়াত করেন, যেখানে প্রায় ৪৫ শতাংশ যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন। একক যাত্রার কার্ডের সংকটে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই কার্ড না পেয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাচ্ছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে