ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘সরকারিভাবে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা’

২০২৪ ডিসেম্বর ২০ ১১:৫১:২৮
‘সরকারিভাবে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা’

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর চক্রান্ত চলছে—এমন মন্তব্য করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন। তার মতে, সরকার সয়াবিন তেলের ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়েছে এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবি মেনে নিয়েছে, তারপরও বাজারে সয়াবিন তেলের সংকট বিরাজ করছে।

বর্তমানে কিছু কোম্পানি সয়াবিন তেলের সরবরাহ পূর্ণরূপে স্বাভাবিক করেনি। এসএম নাজের হোসাইন অভিযোগ করেন, সরকার যদি যথাযথ ব্যবস্থা নিত, তাহলে ব্যবসায়ীদের কথার উপর নির্ভর না করেই বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। কিন্তু সিন্ডিকেট এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং গ্রাহকদের নাজেহাল করছে।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় কিছু কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করে। তারা ডিলারদের কাছে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে ফেলেছে। ফলে বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে।

অন্যদিকে, সরকারের উদ্যোগে শুল্ককর দু’দফায় কমানো হয়েছে, যা কিছুটা স্বস্তি এনে দিলেও বাজারের পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে না। নভেম্বরের শেষ সপ্তাহে আবারও বাজার থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যেতে শুরু করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাম বাড়িয়েই চলেছেন।

বর্তমানে খুচরা বিক্রেতারা জানাচ্ছেন, সরকারি সমন্বয়ের পরও মূল্য সহনীয় হয়নি। যেমন, পাঁচ লিটারের সয়াবিন তেল ৮৩৭ টাকায় কিনে ৮৫২ টাকায় বিক্রি করতে হচ্ছে।

এছাড়া, দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল ৩৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্ববর্তী দামে ছিল ৩৫০-৩৪৫ টাকা।

বাজারে সয়াবিন তেলের সংকট এবং দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের কারসাজি ও সরকারের পক্ষ থেকে সঠিক তদারকির অভাব লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রেতাদের মহাবিপদে ফেলছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে