ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ২০ ২১:৪৭:০৮
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ।

এজিএমে বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এস এম নুরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফের মামুন খান, সিটি ইন্স্যুরেন্সের শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ড. এ কে এম সরোয়ার জাহান জামিল বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও পরিচালক মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এজিএমে ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) তার বক্তব্যে বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানিগুলোর সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে