ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

আদালতে আ.লীগ নেতার ওপর হামলা, পুলিশ কর্মকর্তাকে ‘কিল-ঘুষি’

২০২৪ ডিসেম্বর ১৯ ২৩:৫৯:৩৯
আদালতে আ.লীগ নেতার ওপর হামলা, পুলিশ কর্মকর্তাকে ‘কিল-ঘুষি’

নিজস্ব প্রতিবেক: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা সাদেক কাউসার দস্তগীরকে আদালতে নেয়া হলে তাকে কিল-ঘুষি মারা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটে আদালতের ভেতর এই ঘটনাটি ঘটে।

ওই দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলি করে যুবক হত্যা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগের নেতা আদালত চত্বরে হামলার শিকার হন এবং পুলিশ তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

এদিকে, সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ২ নম্বর আসামি সাদেক কাউসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলেও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এদিন বিকেলে সাদেক কাউসার দস্তগীরকে সেনা ও পুলিশের কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। তাকে একটি প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে আনা হয়। সাথে আরও একটি খালি প্রিজনভ্যানও ছিল। উপস্থিত লোকজন আদালতের ভেতরে তাকে কিল-ঘুষি মারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে