ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

লোকসান বেড়েছে ম্যাকসন্স ও বিডি থাই অ্যালুমিনিয়ামের

২০২৪ ডিসেম্বর ১৭ ০৭:৩৭:১৪
লোকসান বেড়েছে ম্যাকসন্স ও বিডি থাই অ্যালুমিনিয়ামের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানি দুটির শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৬৫ পয়সা।

‘জেড’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভ রয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকা।

কোম্পানিটির মোট ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের ৩০ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, ৫.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬৪.৪৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৯ পয়সা।

প্রকৌশল খাতের এই কোম্পানিটি ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৭২ কোটি ৪০ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৯.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৫৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৭০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৫.৫৫ শতাংশ শেয়ার রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে