ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

বিজয় দিবসে বিএসইসি’র আলোচনা সভা

২০২৪ ডিসেম্বর ১৬ ১৮:৪১:২০
বিজয় দিবসে বিএসইসি’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়াও, বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক এবং মহান বিজয় দিবস উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের অন্যান্য কর্মচারীরা অনলাইনে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভার আলোচনায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনার ও নির্বাহী পরিচালকরা মহান বিজয় দিবসের গুরুত্ব এবং এর তাৎপর্য তুলে ধরেন। সভায় মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএসইসি’র কর্মকর্তাগণ এবং উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।

এছাড়া, বিএসইসির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে