ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

২০২৪ ডিসেম্বর ১৬ ১৪:৩৩:৩৭
যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে উড়ে বাংলাদেশের মানচিত্র আকাশে আঁকেন বাংলাদেশের ছাত্র পাইলট ফাহিম চৌধুরী।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে সেসনা-১৭২ ব্র্যান্ডের একটি প্লেন উড়িয়ে তিনি এই কাজটি সম্পন্ন করেন। ফ্লাইটটি ২ ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী হয় এবং রাত ১টা ৫৪ মিনিটে অবতরণ করে।

ফাহিম চৌধুরী বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

ফাহিমের এই উদ্যোগ বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে একটি বিশেষ শ্রদ্ধা নিবেদন হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, "ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।"

ফাহিমের এই সৃজনশীল কাজটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা পায়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে