ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মাঠে কোরিয়ার সেনারা

২০২৪ ডিসেম্বর ১৫ ১৬:১৬:২৮
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মাঠে কোরিয়ার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১৪ ডিসেম্বর) জেলেনস্কি বলেছেন, আমাদের কাছে ইতোমধ্যে প্রাথমিক তথ্য আছে যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে।

তিনি আরও বলেছেন, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে