ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

সাবেক এমপি ড. আবু রেজা নদভী আটক

২০২৪ ডিসেম্বর ১৫ ২২:৫২:১০
সাবেক এমপি ড. আবু রেজা নদভী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে ঢাকার উত্তরা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলা দায়ের করেন বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে বিএনপির মিছিল চলাকালে সাবেক সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী এবং তার সহযোগীরা সংঘর্ষের আবহ তৈরি করেন। তাদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের ওপর হামলা চালায়, যেখানে তারা আগ্নেয়াস্ত্র, বাঁশ এবং রড ব্যবহার করেন। এই হামলায় সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন জখম হন।

হামলায় আতঙ্ক সৃষ্টি করা হয় এবং মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে