ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নতুন শেয়ার ইস্যুর খবরে উল্টোপথে ড্যাফোডিল

২০২৪ ডিসেম্বর ০৩ ১৫:০৬:৩১
নতুন শেয়ার ইস্যুর খবরে উল্টোপথে ড্যাফোডিল

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস শেয়ার দর বাড়লেও নতুন শেয়ার ইস্যুর খবরে উল্টোপথে শেয়ারবাজারের তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স।

জানা যায়, আগের তিন কর্মদিবস শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ২.০৮ শতাংশ বাড়ে। তবে শেয়ারবাজারে নতুন করে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটি নতুন করে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামেলি কনসার্নের নামে নতুন শেয়ারগুলো ইস্যু করা হবে।

শেয়ার ইস্যুর খবরে কোম্পানিটির শেয়ার দর না বেড়ে বরং কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৬.৫৬ শতাংশ কমেছে। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৬৪ টাকায়। অর্থাৎ নতুন শেয়ার ইস্যুর খবরে উল্টোপথে হেটেছে কোম্পানিটি।

২০০৬ সালে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১২ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি ২১ পয়সা আয় করেছে। ৩০ জুন, ২০২৪ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সায়।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে